পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ জানুয়ারি: সরকারি স্কুলে যেখানে ভর্তির ফি ২৪০ টাকা, সেখানে পাঁশকুড়ার ঐতিহ্যবাহী বিদ্যালয় ব্রাডলি বার্ট হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের থেকে ভর্তি ফি নিয়েছে ১৫০০ টাকা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভর্তিতে সরকার নির্ধারিত ফি- এর অতিরিক্ত টাকা ফেরত এবং দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ ফি মকুবের দাবি জানিয়ে ছাত্র সংগঠন ডিএসও’র পক্ষ থেকে আজ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্মারকলিপি দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবিগুলির সঙ্গে সম্পূর্ণভাবে সহমত পোষণ করে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন এবং যে সমস্ত দুঃস্থ ছাত্র-ছাত্রী অর্থের অভাবে ভর্তি হতে পারছে না তাদের আবেদন করার জন্য বলেন।
এ প্রসঙ্গে এআইডিএসও’র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক নিরুপমা বক্সি বলেন, পাঁশকুড়ার ব্রাডলি বার্ট বিদ্যালয় কর্তৃপক্ষ যদি ছাত্রছাত্রীদের স্বার্থের কথা বিবেচনা না করে ভর্তিতে সরকার নির্ধারিত ফি’র বাইরে নেওয়া অতিরিক্ত ফি ফেরত না দেয়, তাহলে আমরা সমস্ত ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ করে জেলা ডিআইএর দপ্তর ঘেরাও আন্দোলনে যেতে বাধ্য হবো।
ডিএসও নেত্রী আরো বলেন, “গত কয়েকদিন আগে সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, ভর্তির টাকা না দিতে পেরে শিলিগুড়ি এবং ক্যানিংয়ের দুই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। একদিকে বেহাল সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো, অন্যদিকে অতিরিক্ত ফি- এর বোঝা চাপিয়ে দেওয়ার ফলে রাজ্যজুড়ে প্রতিদিন স্কুলছুটের সংখ্যা বাড়ছে। আবার শিশু শ্রমিকের সংখ্যাও প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমরা সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং বিদ্যালয়গুলিতে অতিরিক্ত ফি নেওয়ার বিরুদ্ধে জেলাজুড়ে ছাত্র-ছাত্রীদের তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।