নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ মার্চ:
তৃণমূলকে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বলেন, করোনা ভাইরাসের থেকেও তৃণমূল আরও ভয়ঙ্কর। তাই রাজ্যের মাটি থেকে আগে তৃণমূল নামে ভাইরাসটিকে পরাস্থ করতে হবে। পুরভোটে তৃণমূলকে পরাস্থ করতে আমাদের উঠেপড়ে লাগতে হবে বলে জানান সায়ন্তন বসু। করোনার আতঙ্ক সত্বেও হাওড়ার মঙ্গলাহাট কেন বন্ধ হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন সায়ন্তন বসু।
সরাসরি তৃণমূলকে কটাক্ষ করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বলেন, মঙ্গলাহাট থেকে তৃণমূলের তোলা আসে। তৃণমূলের তোলা আসা চালু থাকতেই হাওড়ার হাটটি বন্ধ করেনি রাজ্য সরকার। রাজ্য বিজেপি হাওড়ার মঙ্গলাহাট বন্ধেরও দাবি জানান। কারণ গঙ্গাপারের হাটে রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে মানুষ আসেন। করোনা ভাইরাস আটকাতে মানুষের সমাগম বন্ধ হওয়া উচিত। সেইজন্য হাওড়ার মঙ্গলাহাট কয়েকদিনের জন্য রাজ্যের বন্ধ করা উচিত ঠিল বলে মনে করেন সায়ন্তন বসু।