অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ মার্চ: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা অঞ্চলে সন্ধ্যাবেলাোয় বাইকে চেপে দুজন ব্যক্তি গুপ্তমনির দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইটি পোল্টি ফার্মের কাছে দাঁড়িয়ে থাকা টোলার পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। গুরুতর জখম আরেকজনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বাপ্পা মাহাতো। বাড়ি বেলিয়াবেড়া থানার খাড়বান্দি অঞ্চলের বিরঝুরিয়া গ্রামে। অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।