অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ জানুয়ারি: নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের উদ্যোগে শনিবার নয়াগ্ৰামের খড়িকামাথানিতে শুরু হলো দু’দিনের নব জোয়ার কাপ ফুটবল টুর্নামেন্ট। এদিন দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উদ্বোধন হয় খেলার। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, অভিনেত্রী সাংসদ সায়নী ঘোষ, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত প্রমুখ।
নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত এই নব জোয়ার কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী দু’দিন ধরে চলবে খড়িকামাথানি স্টেডিয়ামে। ঝাড়গ্রাম জেলার মোট আটটি ব্লকের আটটি টিম খেলায় অংশ নেবে। এদিন উদ্বোধনের পর উপস্থিত তৃণমূল নেতৃত্বরা মাঠে ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করেন।
কর্মসূচিতে তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ জানান, খেলা থেকে মেলার মাধ্যমে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন উন্নয়ন ও শান্তি সম্প্রীতি রক্ষা করতে।