পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল পর পর তিনটি গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত হলেন পেছনে থাকা তিন নম্বর গাড়ির চালক। পুলিশ এসে জাতীয় সড়ক থেকে প্রায় এক ঘন্টা পর দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে উদ্ধার করে জখম চালককে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার বামন পুকুর এলাকায়।
জানা গিয়েছে, এদিন খড়্গপুরের দিক থেকে তিনটি গাড়ি ওড়িশার দিকে যাওয়ার সময় খড়্গপুর- বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার বামুনপুকুরে পুলিশের নাকা চেকিং- এর কাছে পেছনে থাকা তিন নম্বর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা কন্টেনারের পেছনে। এরপর কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা লরিতে। সামনের লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা একটি বেড়া ভেঙ্গে ঢুকে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিন নম্বর গাড়ির চালক। দুমড়ে মুচড়ে যাওয়া লরিটির সামনের অংশে দীর্ঘক্ষণ আটকে থাকে ওই গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
এরপর জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রেন দিয়ে লরিটির সামনের অংশ টেনে উদ্ধার করা হয় গাড়ির চালককে। এরপর তড়িঘড়ি করে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের উপর। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দুটি ক্রেন দিয়ে তিনটি গাড়িকে জাতীয় সড়ক থেকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করে দাঁতন থানার পুলিশ।