আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১১ ডিসেম্বর:
শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার কামারহাটিতে বঙ্গধ্বনি যাত্রার মিছিলে দমদম কেন্দ্রের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারান। তিনি প্রশ্ন কর্তা সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করে বলেন, কে রাজীব বন্দ্যোপাধ্যায়? কে এমন লোক যে আমায় বিবৃতি দিতে হবে? মিছিলে পেয়েছেন বলে যা ইচ্ছা প্রশ্ন করবেন, একে মিছিলে হাঁটছি, তার উপর আপনাকে সন্তুষ্ট করতে হবে?
মুখ্যসচিব ও ডিজিকে কেন্দ্রের ডেকে পাঠানো প্রসঙ্গে বলেন, “যাচ্ছে না তো। আমাদের মুখ্যসচিব যাবে না। ঘোষণা হয়ে গেছে।” কামারহাটিতে বঙ্গ ধ্বনি যাত্রার এই মিছিলে সাংসদ সৌগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।