স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ ডিসেম্বর: তৃণমূলের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল নদিয়ার তেহট্ট শ্রীদাম চন্দ্র বালিকা বিদ্যালয়ে। গত কয়েকদিন ধরে এখানে চলছে রাজ্য সরকারের “দুয়ারে সরকার” প্রকল্প। তেহট্ট গ্রাম পঞ্চায়েতের অধীনে এই দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়।
সকাল হতে না হতেই মানুষ ভিড় করে স্কুলের সামনে। প্রচুর মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিশেষ করে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য মানুষের ভিড় লক্ষ্য করা যায়।তবে স্বাস্থ্যসাথী ছাড়াও ছিল কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী ও সমব্যথীর মত জনহিতকর প্রকল্প। এই সমস্ত জনহিতকর প্রকল্পগুলিতে আবেদন করার ৯০ দিনের মধ্যে মানুষের কাছে তার সুবিধা পৌঁছে দেবে দুয়ারে সরকারের মাধ্যমে রাজ্য সরকার। এদিন এখানে আসা অনেক মানুষের মুখে মাস্ক দেখা যায়নি বা সামাজিক দূরত্ব বজায় থাকেনি। দুয়ারে সরকার কর্মসূচি কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে সেখানে যান মহকুমা শাসক মৌমিতা সাহা বিডিও অচ্যুতানন্দ পাঠক সহ অন্যান্যরা।