Sukanta, BJP, সরস্বতী পুজোয় বাধা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ইফতার পার্টি! ভিডিও পোস্ট করে বাম- তৃণমূলকে হিপোক্রিট বললেন সুকান্ত

আমাদের ভারত, ২৬ মার্চ: স্বরস্বতী পুজো হলে ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে না‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেখানে ইফতার পার্টির আয়োজন হয়। এই প্রসঙ্গে তুলে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ হলেও ইফতার পার্টির আয়োজন হচ্ছে। তাঁর দাবি, হিন্দু বিরোধী মতাদর্শ বাম এবং তৃণমূল একজোট হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে যে ভিডিও পোস্ট করেছেন সেটি একটি ২৪ সেকেন্ডের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন, “এটাই লিবারাল বামপন্থীদের মুক্ত চিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে যেখানে বাগ দেবী মা সরস্বতীর আরাধনার কথা হলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠে, সেকুলারদের ভ্রুকুঞ্চিত হয়। কিন্তু এইসব করলে কেবল ধর্মনিরপেক্ষতা মাত্র।

পোস্টের শেষে সুকান্ত মজুমদার আরও লেখেন, সম্প্রতি বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হওয়া তৃণমূলপন্থীদের কাছেও এটা বাড়তি অক্সিজেন। সনাতন হিন্দু বিরোধী মতাদর্শ অক্ষুন্ন রেখে বাম- তৃণমূল অজৈব জোটের শান্তিপূর্ণ সহাবাস্থান। সেখানে দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ। কিন্তু এসবে মুখে কুলুপ।

এরপর সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল এবং বামপন্থীরা কতটা হিপোক্রিট এটা তার প্রমাণ। যারা সরস্বতী পুজো হতে দেয় না, তারা সর্বতোভাবে সাহায্য করে এসবে। এখানে কিন্তু দু’জনের মধ্যে কোনো শত্রুতা নেই। একসঙ্গে মিলে করছে সব ছদ্ম সেকুলাররা। একসঙ্গে ইফতার পার্টি করছে। তিনি প্রশ্ন তোলেন, ইফতার পার্টি কি সেকুলার আর সরস্বতী পূজা সম্প্রদায়িক? এরা কমিউনিস্ট সেজে থাকে। এই কি ধর্মনিরপেক্ষতা? এদের একটাই কাজ ইসলামিকরণ, জেহাদিকরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *