Arjun Singh, BJP, “সন্দেশখালির ট্রেন নৈহাটিতে এসেই থামবে,” রবিবাসরীয় প্রচারে বললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ এপ্রিল: রবিবার সকাল থেকেই প্রখর রোদের মধ্যে প্রচার করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। রবিবার সকালে ব্যারাকপুর লোকসভা সংসদীয় কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং নৈহাটির তিন নম্বর পোলের রাম কমল সেন রোড থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করে মালঞ্চ, সুকান্তপল্লী, বিবেকানন্দ পল্লী অশোকনগর, হরিনগর, পূর্বপাড়া, মাঠপাড়া হয়ে আম্রপল্লী, পশ্চিমপাড়া হয়ে শেষ করেন নৈহাটি চার নম্বর পোল এলাকায়।

এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেন, ব্যারাকপুর এলাকার বিভিন্ন গঙ্গার ঘাট সৌন্দর্যায়নের জন্য ১১৬ কোটি টাকা এখনো রাজ্য সরকার খরচা করেনি। তার পাশাপাশি আরও অভিযোগ করে অর্জুন সিং বলেন, “পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম করার কথা প্রচার করছেন, আর নিজে
ভাষণের মঞ্চের দু’পাশে এনটিপিএস কেসের আসামিদের বসিয়ে রেখেছেন। সন্দেশখালিতে যে বিপুল অস্ত্র মিলেছে সেটা সবে শুরু, আগামীতে আরো অনেক কিছু বেরবে।
সন্দেশখালির ট্রেন নৈহাটিতে এসেই থামবে। আর পার্থ ভৌমিক যে গুন্ডা রাজের কথা বলছেন, ব্যারাকপুরে ক্ষমতায় তো তৃণমূল আছে, তাহলে তো এটা তৃণমূলের ব্যর্থতা যে ওরা এতো দিন গুন্ডা রাজ দমন করতে পারেনি। আসলে গুন্ডা বিজেপি বা অন্য দলে নেই, গুন্ডা রয়েছে তৃণমূলে।”

এদিন বিকেলে ব্যারাকপুরে বিজেপির তরফ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল, তাতে পা মেলান বিজেপি প্রার্থী অর্জুন সিং। এই মিছিলের শেষে ব্যারাকপুরের সভা মঞ্চ থেকে প্রায় শতাধিক তৃণমূল কর্মী দল ত্যাগ করে বিজেপিতে যোগ দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *