rain, South Bengal, স্বস্তির খবর! তপ্ত দক্ষিণবঙ্গে ১ সপ্তাহের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

আমাদের ভারত, ২৮ এপ্রিল: তপ্ত বাংলার মাটিতে বর্ষণের ভবিষ্যৎবাণী মিলল অবশেষে। আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না হলেও আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস দেখে তেমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

রবিবারেও দক্ষিণবঙ্গজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মে মাসের প্রথম দিনও দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় তীব্র তাপ্রবাহের সর্তকতা রয়েছে। তবে একই সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরম আর বাড়বে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। বরং আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গরমে দক্ষিণবঙ্গের ঝলসে যাওয়া মানুষ এখন কেবল বারিধারা নামক স্বস্তির খবর খুঁজছেন। সেই স্বস্তির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব ঠিক থাকলে আগামী রবিবার অর্থাৎ ৫ মে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।

আবহাওয়াবিদরা বলছেন, যে প্রক্রিয়ায় আগামী কয়েক দিনের আবহাওয়া সম্পর্কে জানা যায়, সেভাবেই তারা জানতে পারছেন আগামী রবিবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দক্ষিণ বাতাস প্রবেশ করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই দক্ষিণ বাতাস পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি আনে। রবিবার ওই দক্ষিণ বাতাস দক্ষিণবঙ্গের প্রবেশ করে আবার উল্টো দিকে ঘুরে যাচ্ছে। আর এমনটা হলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। অতএব সবটা ঠিক থাকলে রবিবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। যা চলবে অন্তত ৬ তারিখ পর্যন্ত। পরে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা, উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

তবে এই নিয়ে এখুনি কোনো ঘোষণা করছেন না আবহাওয়াবিদরা, বরং তারা আরো কিছুদিন হাওয়ার গতি প্রকৃতির উপর নজর রাখতে চাইছেন। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টি হচ্ছে না। জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম থাকলেও শুক্রবার থেকে সেখানে তাপপ্রবাহের কোনো সতর্কতা দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *