আমাদের ভারত, ১৬ আগস্ট: আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা পালকেও সরিয়ে দিল স্বাস্থ্যভবন। আর জি করে নির্যাতিতার মৃত্যুর পর থেকে মূল অভিযোগের আঙুল উঠছিল সন্দীপবাবুর দিকে। আন্দোলনরত চিকিৎসকদের অন্যতম মূল লক্ষ্য ছিল তাঁর বদলি। সরকার সেই দাবি মেনে নিতে বাধ্য হয়। এরপর এদিন তাঁর স্ত্রীকেও বদলি করা হলো।
সূত্রের খবর, সঙ্গীতাও ছিলেন আর জি কর হাসপাতালে। সেখানকার মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক চিকিৎসক (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) পদে ছিলেন তিনি। তাঁকে বদলি করা হলো জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। যদিও স্বাস্থ্যভবনের দাবি, এটা রুটিন বদলি। এদিন আরও অনেক শিক্ষক চিকিৎসককেই বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাক্তন প্রিন্সিপালকে এদিন তুলে নিয়ে যায় সিবিআই। এই খবর ছড়িয়ে পড়তেই অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায় সামাজিক মাধ্যমে লেখেন, “সন্দীপ ঘোষকে রগড়ে রগড়ে ঘষলেই সব জানা যাবে।” আর অভিনেতার এই পোস্টে বেশিরভাগ সহমত পোষণ করেন। তাঁরা যেন সন্দীপকে হাতের কাছে পেলে খেয়ে ফেলবেন, এমনটাই জানান। কেউ লেখেন… “টুক করে শুধু ওকে রাস্তায় ছেড়ে দিতে হবে। পাবলিক কিভাবে সিবিআই হতে পারে দেখা যাবে।” আবার কেউ লেখেন তাঁর সম্পর্কে অত্যন্ত অশালীন মন্তব্য।