পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: আর জি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে সারা রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তার সঙ্গে আজ রাজ্যজুড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধের কর্মসূচির ডাক দেওয়া হয়।
এই পথ অবরোধ কর্মসূচি আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ইন্দা লোকাল থানা মোড়ে করা হয়। বিজেপি পথ অবরোধ কর্মসূচিতে যোগ দেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই পথ অবরোধ।