পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: আজ শুক্রবার বিকেলে বিজেপির মহিলা মোর্চা এবং যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার মেদিনীপুর শহর। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মেদিনীপুর শহরের কেরানিতলা। পুলিশের সঙ্গে ব্যাপক ধ্বস্তাধ্বস্তির মাঝে পড়ে যায় পুলিশের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক। ঘটনাস্থলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার উপস্থিত ছিলেন। পুলিশের সাথে ব্যাপক গন্ডগোল বাধে বিজেপি কর্মীদের। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত, যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ কয়েকজন কর্মীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।
এছাড়াও ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির তরফে ঘাটালের বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবশেষে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়।