সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ আগস্ট: আরজিকর কান্ডে যুক্ত দুষ্কৃতিদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে সামিল হলেন দুই শতাধিক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। গতকাল সন্ধ্যার পর নূতনচটি কৃষি বাজার থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে মাচানতলা মোড়ে হাজির হয়ে বিক্ষোভ তাঁরা।
মিছিল ও বিক্ষোভে শ্লোগান ও দাবি উঠলো: “সব কন্ঠেই একই স্বর- জাস্টিস ফর আরজিকর”, “We want Justice”, “কন্ঠ যত করবে রোধ – বাড়বে তত প্রতিরোধ”, “আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল ডঃ সন্দীপ ঘোষ ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বরখাস্ত করায় বাধা কোথায় – মুখ্যমন্ত্রী জবাব দাও”, “আরজিকর কান্ডে যুক্ত দুষ্কৃতিদের আড়াল করা কোনো স্বার্থে- মুখ্যমন্ত্রী জবাব দাও”, “দুষ্কৃতিদের চিহ্নিত করতে টালবাহনা চলছে কেন সিবিআই জবাব দাও”, “নির্দিষ্ট সময় বেঁধে সিবিআইকে তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে”, “দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ” শ্লোগানে শুক্রবার রাতে মুখরিত হয় মাচানতলা মোড়।