সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ আগস্ট: ৫৯ সালের খাদ্য আন্দোলনের শহিদদের স্মরণে আজ এক অনুষ্ঠানের আয়োজন করে মুটিয়া মজদুর ইউনিয়ন। সেই অনুষ্ঠানেও আরজিকর কান্ডের প্রতিবাদে সোচ্চার হলেন মুটিয়া শ্রমিকরা।
১৯৫৯ সালের ৩১ আগস্ট খাদ্যের দাবিতে কলকাতায় মিছিল করতে গিয়ে চরম নিপীড়নের শিকার হয়েছিলেন হাজার হাজার মানুষ, পুলিশের লাঠি চালনা ও গুলিতে নিহত হয়েছিলেন ৮০ জন মানুষ। সেই সব শহিদদের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের পর আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের বিচার চেয়ে প্রতিবাদে সোচ্চার হন উপস্থিত শ্রমিকরা।
কেরাণীবাঁধ এলাকার নন্দী মিলে পতাকা উত্তোলন, শহিদ বেদীতে মাল্যদান ও নীরবতা পালনের পরেই মুটিয়া শ্রমিকরা খুনি ও ধর্ষকদের চরমতম শাস্তির দাবি করে, আরজিকর কান্ডের দুষ্কৃতিদের মুখ্যমন্ত্রীর আড়াল করার অপচেষ্টার বিরুদ্ধে সিবিআই’কে দ্রুততার সাথে তদন্তের কাজ শেষ করে অপরাধীদের চিহ্নিত করার এবং
আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল ডঃ সন্দীপ ঘোষ ও কামদুনি কান্ডে দুষ্কৃতিদের আড়াল করার নায়ক কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চাকুরি থেকে বরখাস্তের দাবিতে মিছিল করেন শ্রমিকরা।
মিছিল শেষে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জি। বাঁকুড়া রেল গুডস্ সেড চত্বরে অনুরূপ একটি কর্মসূচীতে পতাকা উত্তোলন, শহিদ বেদিতে মাল্যদান, নীরবতা পালন করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।