Priyangu Pandey, BJP, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে তলব ব্যারাকপুর গোয়েন্দা দপ্তরের

আমাদের ভারত, ৩১ আগস্ট: বিজেপির বাংলা বনধের দিন গুলি চালানোর ঘটনায় রক্তাক্ত হয়েছিল ভাটপাড়া। ওই দিন ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ির উপরে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে তলব করলো ব্যারাকপুর গোয়েন্দা দপ্তর।

প্রসঙ্গত, আরজিকরের ঘটনা ও ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ করার প্রতিবাদে গত ২৮ আগস্ট বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ ডাকা হয়েছিল। সেই সময় ভাটপাড়ার বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে একদল দুষ্কৃতি এলোপাথাড়ি গুলি চালায়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করে। এবার সেই ঘটনারই পূর্ণাঙ্গ তদন্তের জিজ্ঞাসাবাদ করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে ডাকা হল ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়ঙ্গু পান্ডেকে। সূত্রের খবর অনুযায়ী, ই- মেইল মারফত এদিন দুপুর দু’টোর সময় প্রিয়াঙ্গু পান্ডেকে হাজির হওয়ার কথা বললেও পরবর্তীতে সময় পরিবর্তন করে বিকেল পাঁচটার সময় তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন প্রিয়াঙ্গু পান্ডে।

তিনি এদিন বলেন, তিনি বনধের দিনের সমস্ত ঘটনায় পুলিশ যা সহযোগিতা চাইবে সেই সমস্ত সহযোগিতা করবেন। সেই সঙ্গে এদিন তিনি বলেন, ভাটপাড়ার জগদ্দল এলাকায় প্রচুর অস্ত্র মজুত আছে, সেগুলিকে পুলিশকে দ্রুত উদ্ধার করার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *