আমাদের ভারত, ১৮ মার্চ: পুরুষের খৎনা পরীক্ষা নিয়ে রাজ্যসভায় তৃণমূলের সদস্য সাগরিকা ঘোষ আর প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় পরস্পরকে তোপ দাগলেন।
সোমবার তথাগত রায় এক্স হ্যান্ডলে লিখেছেন, “কী শালীনতা, কী বিনয়! পুরুষের খৎনা করা হয়েছে কি না তা পরীক্ষা করা বড় কথা। সিএএ-তে সম্পূর্ণরূপে মুসলমানদের নাগরিকত্ব প্রদান থেকে বাদ দেওয়া হচ্ছে। তাই সন্দেহের ক্ষেত্রে এই পরীক্ষাটি পুরোপুরিভাবে করা যায়। অনেক বছর আগে যখন আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন সমস্ত পুরুষদের একটি মেডিকেল পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে একজন পুরুষ ডাক্তারের সামনে পোষাক খোলা অন্তর্ভুক্ত ছিল। খতনা করা হয়েছে কিনা তা খুঁজে বের করার জন্য নয়, তবে হাইড্রোসিল আছে কিনা, তা দেখার জন্য। কেউ কখনও আপত্তি করেনি। এখন কেন?”
অন্যদিকে, রাজ্যসভায় তৃণমূলের সদস্য সাগরিকা ঘোষ এক্স হ্যান্ডলে লিখেছেন, “একজন প্রাক্তন রাজ্যপাল এখন খৎনা পরীক্ষা করে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব পরীক্ষা করতে বলছেন? মিঃ রায়ের ধর্মান্ধতা নিষ্ঠুর, নির্মম এবং নির্লজ্জ!”