আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ মার্চ: বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করানোটা মিথ্যে নাটক। ব্যারাকপুরে তৃণমূলে ভাঙ্গন ধরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এভাবেই তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে পালটা দিলেন অর্জুন সিং।
লোকসভা ভোটের দিন ঘোষণা হতেই চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। তবে এবার ব্যারাকপুর কেন্দ্রের নির্বাচন নজর কাড়বে সকলের। এখানে সাংসদ অর্জুন সিং বিজেপিতে ফিরতেই নৈহাটির ৪০ জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ দেন। আর এই প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, অর্জুন সিং বিজেপি প্রার্থী হলে ব্যারাকপুরে বিজেপি কর্মী আর খুঁজে পাওয়া যাবে না। কারণ বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেবে।
আর প্রার্থ ভৌমিকের এই মন্তব্যের প্রেক্ষিতে সোমবার পাল্টা দাবি করেন অর্জুন সিংয়। তাঁর দাবি, “যারা বিজেপি থেকে তৃণমূলে গেছে বলা হচ্ছে, তারা আসলে তৃণমূল কর্মী। বিজেপি কর্মী সাজিয়ে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হচ্ছে।” সেই সঙ্গে অর্জুন সিং- এর আরো দাবি, আগামী দিনে ব্যারাকপুর কেন্দ্রের বহু তৃণমূল নেতা, কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। তারা পা বাড়িয়ে রয়েছেন, শুধু সময়ের অপেক্ষা।