40th, celebration, Vinod Mehta, বিনোদ মেহতা হত্যার ৪০ বছর পূর্তি আনুষ্ঠানিক ভাবে স্মরণ

আমাদের ভারত, ১৮ মার্চ: নির্মীয়মান বাড়ি ভেঙ্গে অনেকের হতাহত হওয়ার ঘটনায় যখন উত্তাল বন্দর এলাকা, সোমবার সেই বন্দর এলাকাতেই পুলিশ কর্তা হত্যার ৪০ বছর পূর্তি আনুষ্ঠানিক ভাবে স্মরণ করল কলকাতা পুলিশ।

১৮ মার্চ। আজ থেকে ৪০ বছর আগে, ১৯৮৪ সালে আজকের এই দিনটিতে পোর্ট অঞ্চলে আইনশৃঙ্খলার গুরুতর সমস্যা সামলাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন বিনোদ মেহতা (আইপিএস), যিনি তখন ডিসি পোর্ট। খুন হয়েছিলেন বিনোদ মেহতার দেহরক্ষী, কনস্টেবল মোখতার আলি।

সেই থেকে প্রতি বছর এই দিনটিতে ডিসি পোর্টের অফিসে এক বিশেষ অনুষ্ঠানে পুলিশের তরফে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় প্রয়াত ‘এই দুই বীর সহকর্মীর’ প্রতি। উপস্থিত থাকেন বিনোদ মেহতার স্ত্রী এবং মোখতার আলির পরিবারের সদস্যরা।

এদিনের অনুষ্ঠানে ওঁরা ছাড়াও উপস্থিত ছিলেন নগরপাল বিনীত কুমার গোয়েল ও কলকাতা পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা। একথা জানিয়ে এদিন সামাজিক মাধ্যমে ৬টি ছবি-সহ ‘শ্রদ্ধা’ শিরোনামায় কলকাতা পুলিশের তরফে লেখা হয়েছে, “ওঁদের আমরা ভুলিনি। ভোলা সম্ভবও নয় কখনও। স্যালুট।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *