পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: আরজিকরের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আন্দোলনের ঢেউ অব্যাহত জেলায় জেলায়। মেদিনীপুর শহরে ন্যায়বিচার চেয়ে পথে নামলেন গ্রামীণ মহিলা স্বাস্থ্য কর্মী ও পড়ুয়ারা। মঙ্গলবার “জাস্টিস ফর আরজি কর” আওয়াজ তুলে বৃষ্টির মধ্যেই গ্রামীণ মহিলা স্বাস্থ্য কর্মীদের মিছিল হয় শহরে। গ্রামীণ এলাকায় কাজ করতে গিয়ে তাদেরও হেনস্তার শিকার হতে হয়েছে। যার ফলে নিরাপত্তার বন্দোবস্ত সুনিশ্চিত করার দাবিও তুলেছেন তারা।
এদিন শতাধিক স্বাস্থ্যকর্মী মেদিনীপুর শহরের বার্জটাউন থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে কালেক্টরেট মোড়ে বিক্ষোভ দেখান। পরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন রেখা সাহু, লাবণ্য পাহাড়ি, পুষ্প দাস, অর্পিতা ঘোষ সহ অন্যান্যরা। পরে এক প্রতিনিধি দল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেয়। তারা দাবি করেন, আরজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সমস্ত স্তরের স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
গ্রামীণ স্বাস্থ্য কর্মীদের পক্ষে রেখা সাহু বলেন, “স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার ব্যবস্থা এবং আরজিকরের পৈশাচিক ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িতদের আড়াল না করে শাস্তি দেওয়ার দাবি আমরা জানিয়েছি। বিশেষ করে আশা কর্মীদের যে সমস্ত হেল্থ সেন্টারে রাত্রিযাপন করতে হয় তাদের রাত্রিযাপনের উপযুক্ত সুরক্ষা সহ সুনির্দিষ্ট ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক গ্রামীণ মহিলা স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।” পাশাপাশি শহরে আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মিছিল করলো পড়ুয়ারা। বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারা ‘স্টুডেন্টস কমিউনিটি’-র ব্যানারে এই প্রতিবাদ মিছিল করে।