TMC, Sabong, আরজিকরের ঘটনার প্রতিবাদে সবং ব্লক তৃণমূলের উদ্যোগে ধিক্কার মিছিল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: মঙ্গলবার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষিত কর্মসূচি অনুযায়ী লাগাতার ধর্ণা ও ধিক্কার মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। সেতচক মোহাড় থেকে বুড়াল বাজার পর্যন্ত ৬ কিলোমিটার ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী মানস ভুঁইঞা। ছিলেন শেখ আবু কালাম বক্স সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষরা। এছাড়াও ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিকাশ ভুঁইঞা, সাধারণ সম্পাদক তরুণ মিশ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাদল বেরা, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বহু নেতৃত্ব আজকের এই ধিক্কার মিছিলের সামিল হয়েছিলেন।

মিছিল শেষে মানস ভুঁইঞা সিপিএম এবং বিজেপিকে নিশানায় রেখে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সিপিএম ৩৪ বছরের ইতিহাস ভুলে নতুন করে গান গাইতে শুরু করেছে। আর বিজেপি উত্তারাখণ্ড, উত্তরপ্রদেশ ও মণিপুরে যে নগ্ন খেলা খেলেছে এবং প্রতিনিয়ত মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন তখন তাদের মুখে কোনো ভাষা ছিল না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন সাত দিনের মধ্যে প্রয়োজন হলে সিবিআই তদন্ত করবে। কিন্তু সিপিএম ও বিজেপি ঘোলা জলে মাছ ধরতে যে নোংরামি করছে, তৃণমূল কংগ্রেস রাস্তায় দাঁড়িয়ে তার তীব্র বিরোধিতা করবে। বিজেপির এই চক্রান্ত বাংলার মানুষ বুঝতে পেরেছেন কারণ ভোটে যাদের লড়ার ক্ষমতা নেই তারা দাঙ্গা করার জন্য তৈরি হয়ে আছে। তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতা সবাইকে সজাগ থাকতে হবে এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *