পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ আগস্ট: কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ পুলশিটা থেকে রায়চক পর্যন্ত পিচ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। পিচ রাস্তায় ইটের টুকরো দিয়ে তাপ্পি দিতে দিতে রাস্তার অধিকাংশ অংশে পিচ নেই বললেই চলে। তার উপর রাস্তাটির বেশির ভাগ অংশ বর্তমানে খানা-খন্দে ভর্তি। ফলস্বরূপ সাইকেল বা মোটর-সাইকেল তো দূরের কথা, হেঁটে চলাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।
রাস্তাটি দিয়ে পুলশিটা নবারুণ সেবা নিকেতনের কিন্ডার গার্ডেন স্কুল, মানুয়া হাইস্কুল, শুলনী হাইস্কুলের সহস্রাধিক ছাত্র-ছাত্রী সহ ৮টি প্রাইমারি স্কুলের কচিকাঁচারাও নিয়মিত যাতায়াত করে। প্রতিদিন সকালে খন্যাডিহি ও পুলশিটা গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশত ফুলচাষি ফুল বিক্রির কারণে দেউলিয়া ফুল বাজারে আসেন ঐ রাস্তা দিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রায় সাত কিমি দীর্ঘ রাস্তাটি দেউলিয়া-খন্যাডিহি রাস্তার পুলশিটা থেকে বেরিয়ে খন্যাডিহি-জশাড় রাস্তার রায়চক পর্যন্ত গিয়েছে। প্রধানমন্ত্রীর গ্রামীন সড়ক যোজনার ওই রাস্তাটি প্রায় ১০-১২ বছর ধরেই বেহাল।
কোলাঘাট ব্লক রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অবিলম্বে রাস্তাটি পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে ডব্লিউ বি এস আর ডি এ’র আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করলে সম্প্রতি ওই দপ্তরের পূর্ব মেদিনীপুর জেলার জুনিয়ার ইঞ্জিনিয়ার নারায়ণ চন্দ্র নায়ককে সঙ্গে নিয়ে রাস্তাটি পরিদর্শনে আসেন। ওই পরিপ্রেক্ষিতে রাস্তাটি পূর্ণাঙ্গ সংস্কারের জন্য প্রায় এক কোটি টাকার একটি স্কিম পাঠানো হয়েছে ডব্লিউ বি এস আর ডি এ’র সদর দপ্তরে।
নারায়নবাবু বলেন, গত ২০০৭ সালে রাস্তাটি ৩ কোটি ১৯ লক্ষ ৬০ হাজার টাকায় প্রধানমন্ত্রীর গ্রামীন সড়ক দপ্তর রাস্তাটি তৈরি করেছিল। তারপর কার্যত রাস্তাটির আর কোনো পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। মাঝে মাঝে ব্যাডস দিয়ে গর্ত ভরিয়ে রাস্তাটি বাস্তবে কালো রাস্তার বদলে ইটের রাস্তায় পরিণত হয়েছে। আগামী পুজোর আগেই রাস্তাটি পূর্ণাঙ্গ সংস্কার না হলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে উনি জানান।