Bjp, R G kar আর জি কর কান্ডে লাগাতার ৫ দিন বিজেপির ধর্না কর্মসূচি শ্যামবাজারে

আমাদের ভারত, ২১ আগস্ট
আর জি কর কান্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বুধবার থেকে লাগাতার পাঁচ দিন শ্যামবাজারে ধর্নায় বসতে চলেছে বিজেপি। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মঙ্গলবার শ্যামবাজারের ধর্ণা মঞ্চ পরিদর্শন করেন রাজ্য সভাপতি। সেই সময় সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশের শীর্ষ আদালতের নির্দেশ থেকে স্পষ্ট হয়ে গেছে রাজ্যের পুলিশ প্রশাসনের উপর সুপ্রিম কোর্টের আস্থা নেই। তাই আর জি কর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফকে দিয়েছে সুপ্রিম কোর্ট।

একই সঙ্গে তিনি বলেন, মঙ্গলবার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর জি করের ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে যে যে প্রশ্নগুলো তুলেছেন তার মধ্যে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই সোমবারের সাংবাদিক বৈঠক থেকে তিনি নিজে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করেছিলেন। কেন এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল, কেন খুনের বদলে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে? কলেজ কর্তৃপক্ষ কেন এত দেরি করে অভিযোগ দায়ের করেছিলেন?

আর জি করের অধ্যক্ষের বিরুদ্ধে সিট গঠন করেছে রাজ্য। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, কেন এত দিন সিট গঠন করা হয়নি? সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো বহুদিন ধরে অভিযোগ ছিল। কেন ব্যবস্থা নেওয়া হয়নি? এখন কেন? এর জবাব দিতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে দিতে বার বার নির্যাতিতার নাম বলে দিচ্ছেন। এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

একই সঙ্গে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে সাংবাদিকদের দেখে প্রাণপণে দৌড়তে শুরু করেন এক এএসআই। সেই ঘটনাকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, আজ পুলিশকে আমরা চোরের মতো দৌড়তে দেখলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *