আমাদের ভারত, কলকাতা, ২০ আগস্ট: “পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদের পর সাময়িক বরখাস্ত করতে হবে। বারবার সত্যকে চাপা দেওয়া হচ্ছে বলেই এমন ঘটনা ঘটছে।” আর জি কর-কাণ্ডে বুধবার এই মন্তব্য করলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এক্স-বার্তায় তিনি লিখেছেন, “আর জি কর মামলায় গ্রেফতার হওয়া মাতাল সঞ্জয় রায় প্রধান আসামি নন। তার বাইরেও অনেক বড় মাথা আছে। তাদের ধরা দরকার। তিনি সিভিক পুলিশ হিসাবে পুলিশের গাড়ি ব্যবহার করেন, পুলিশের উর্দি পরেন এবং চতুর্থ ব্যাটালিয়নের পুলিশ ব্যারাকে থাকেন।
যে পুলিশ কমিশনার এই সব সমর্থন করেন, হত্যাকে আত্মহত্যা বলছেন, তাঁকে কেন গ্রেফতার করা উচিত নয়? কেন তাঁকে সিবিআইয়ের সামনে আনা উচিত নয়?”