আমাদের ভারত, কলকাতা, ২১ আগস্ট: পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে মঙ্গলবার ময়দানে ‘গোষ্ঠ পাল’ মূর্তির পাদদেশে চীনের প্রাচীর নামে খ্যাত কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের ১২৮তম জন্ম দিবস পালন করা হয়েছে।
শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি, শ্যাম থাপা, মানস ভট্টাচার্য, বিদেশ বোস, সত্যজিৎ চ্যাটার্জি, দীপেন্দু বিশ্বাস, মনোজ কোঠারি, রহিম নবী, কুন্তলা ঘোষ দস্তিদার, শান্তি মল্লিক সহ প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদরা এবং কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ও আইএফএ-এর কর্মকর্তারা।