কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: ঘাটাল মহকুমা প্রশাসন ও আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ। ৩১ জানুয়ারি এই কর্মসূচি শেষ হয়। এদিন মহকুমা শাসকের অফিস থেকে বাইক র্যালি শুরু হয়। ২৫০ বাইক আরোহী তাদের বাইক নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। র্যালির সূচনা করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ছিলেন ঘাটাল ব্লকের বিডিও অভীক বিশ্বাস, আরটিও সঞ্জয় হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহকারি সভাপতি বিকাশ কর এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
মহকুমা শাসক সুমনবাবু বলেন, এক সপ্তাহ ধরে আমরা পথ নিরাপত্তা নিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছি। পথ নিরাপত্তা নিয়ে আমরা গাড়ি চালক থেকে পথচারী সবাইকে বলেছি। কুইজের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছেও একই বার্তা আমরা পৌঁছে দিয়েছি। এদিন বাইক আরোহীদের টি- শার্ট বিতরণ করা হয়। হেলমেট বিতরণ করা হয় পথচারীদের। দুপুর ১টা ৩০ মিনিটে ঘাটাল মহকুমার কয়েকটি বিদ্যালয়ে আয়োজিত সেফ ড্রাইভ ও সেভ লাইফ অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।