Gambling, Gangajalghanti, গঙ্গাজলঘাঁটিতে জুয়ার আসরে পুলিশি হানা, দেড় লক্ষ টাকা- সহ আটক ৪

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১জানুয়ারি: জুয়া ও সাট্টার কারণে এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় এলাকাবাসীদের মধ্যে চাপা ক্ষোভ ছিলই। গতকাল রাতে জুয়ার ঠেকে পুলিশের হানায় গতকাল রাতে জুয়ো খেলার আসর থেকে গঙ্গাজলঘাঁটি থানার পুলিশের হাতে চারজন ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। এদিনের হানায় চার জন গ্রেফতার হয় ও তাদের কাছে জুয়া খেলার বোর্ড ও নগদ ১,৫৩,০০০ টাকা বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বরসাল গ্রামপঞ্চায়েতের ধবণী এলাকায় জুয়ার ঠেকে হানা দেয়। এই হানায় পারুইবাইদের অজিত মাঝি, পালাজুরিয়ার বিধান মন্ডল, কেলাই গ্রামের মুক্তারাম মন্ডল ও বরসালের সুভাষ কাঞ্জিলাল পুলিশের হাতে ধরা পড়ে। ধৃতদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ জুয়া ও পুরষ্কার প্রতিযোগিতা আইন- এর ৩/৪ ধারায় মামলা রুজু করে পুলিশ। ধবনী ও বরসাল গ্রামের বাসিন্দারা গঙ্গাজলঘাঁটি থানার পুলিশের এই কাজে খুশি।তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই ধরনের অসামাজিক কাজ চলছিল। স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল জুয়া ও সাট্টা খেলায় জন্য।দেরিতে হলেও পুলিশের পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *