ব্যারাকপুর শিল্পাঞ্চলে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ, মধ্যমগ্রামে ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগ

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ নভেম্বর: বন্ধের সমর্থনে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সকাল থেকেই সর্বশক্তি নিয়ে পথে নামে সিপিএম তথা বাম কর্মী সমর্থকরা। আগরপাড়া স্টেশন রেল অবরোধ করে। বিটিরোডের রথতলা এবং সোদপুরে এবং ব্যারাকপুরে ঘোষপাড়া রোড অবরোধ করে বনধ সমর্থকরা। প্রতিটি ক্ষেত্রেই অবশ্য পুলিশ-অবরোধকারীদের সরিয়ে দেয়। মধ্যমগ্রামে অবরোধকারীরা ট্রেনে পাথর ছোঁড়ে বলে অভিযোগ। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

ছবি: পাথর ছুঁড়ছে বনধ সমর্থকরা।
আজ সকালে ডাউন বনগাঁ লোকাল মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছতেই সমর্থকরা সেটি অবরোধ করে। অভিযোগ সেই সময় সমর্থকরা ট্রেনে পাথর ছুড়ে মারে। এর ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। ধর্মঘটের দিন এরকম অপ্রীতিকর ঘটনা ঘটায় ক্ষিপ্ত রেল যাত্রীরা। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। গোটা ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যমগ্রাম স্টেশন চত্বরে।

ছবি: আগরপাড়ায় রেল অবরোধ।

শিয়ালদহ মেন শাখার আগরপাড়া স্টেশনে রেল অবরোধ করে বাম সমর্থকরা। এরফলে শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল বিঘ্ন হয়। সকাল থেকে প্রায় ৩০ মিনিট অবরোধ করা হয় আগরপাড়ায়। পরে জি আর পি ও আর পি এফ এর কর্মীরা এসে অবরোধকারী বাম সমর্থকদের হটিয়ে দেয়।

সোদপুর বিটি রোড অবরোধ বন্ধ সমর্থকরা। বেশ কিছু সময় অবরোধ চলে।

সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ সকালে কামারহাটি বিধানসভার বিধায়ক তথা সিপিএম নেতা মানস মুখার্জির নেতৃত্বে কামারহাটি অঞ্চলের সিপিএম ও কংগ্রেস কর্মীরা যৌথ মিছিল করে কামারহাটি রথ তলা মোড়ে এসে পথ অবরোধ করে। ১৫ মিনিট অবরোধের পরে আবার মিছিল করে তারা অন্যত্র চলে যায়। মিছিল কামারহাটির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। জনবহুল রথ তলা মোড় অবরোধ হওয়ায় সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে নাকাল হন নিত্যযাত্রীরা।

ব্যারাকপুরে ঘোষপাড়া রোড অবরোধ করে সিপিএম সর্থকরা। গাড়ির টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা। পরে টিটাগড় থানার পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয়। এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ঘোষপাড়া রোডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *