বারাসাতে ধুন্ধুমার কান্ড, বনধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ নভেম্বর: বনধকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বারাসাতে ধুন্ধুমার কান্ড। সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায়। এর ফলে বেশকিছু বড় সমর্থক আহত হন। এমনকি গলির পথেও সমর্থকদের সমর্থকদের তাড়া করে হটিয়ে দেয় পুলিশ।

বনধের সমর্থনে আজ বারাসাতের হেলা বটতলায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বাম ও কংগ্রেস কর্মীরা। অবরোধ বেশ কিছুক্ষণ চলার পর পুলিশ অবরোধকারীদের সরে যেতে বলে। কিন্তু না সরায় অবরোধকারী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এই সময় পুলিশ ব্যাপকভাবে লাঠি চালায়। লাঠির আঘাতে আহত হন বেশ কয়েকজন কর্মী। বামফ্রন্টের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চালিয়েছে তাদের কর্মীদের ওপর। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *