ভারত বনধে ব্যাপক সাড়া পড়েছে উত্তর দিনাজপুরে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ নভেম্বর: সিপিএম সহ বিভিন্ন বাম এবং কংগ্রেস সহ ডানপন্থী শ্রমিক ও কর্মচারী সংগঠনের ডাকা ভারত বনধে ব্যাপক সাড়া পড়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সহ সবকটি ব্লক ও শহরে। কেন্দ্রীয় সরকারের কৃষক, শ্রমিক নীতির প্রতিবাদ জানাতে বিজেপি সরকারের বিরুদ্ধে সারা ভারত বনধের ডাক দিয়েছে বাম ও ডানপন্থী শ্রমিক ও কর্মচারী সংগঠন। রায়গঞ্জ শহরে খোলেনি কোনও দোকানপাট হাট বাজার। রাস্তায় নেই কোনও যানবাহন। সরকারি বাসের দেখা মিললেও বেসরকারি বাসের দেখা মেলেনি রাস্তায়।

উত্তর দিনাজপুর জেলায় ধর্মঘট সফল করতে পথে নামে সিপিএম ও কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি ও শ্রম আইন বাতিল, মাসিক নুন্যতম মজুরি ২১ হাজার টাকা করা, কোভিড কালে কাজ হারানো শ্রমিকদের মাসে ৬ হাজার টাকা ভাতা প্রদান, দৈনিক মজুরি ৬০০ টাকা করা, সকলের কাজের দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে সারা ভারত ধর্মঘটের ডাক দেয় সিটু, আইএনটিইউসি সহ ১০ টি বাম ও ডানপন্থী শ্রমিক ও কর্মচারী সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *