সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ জুন: আবার প্রাণঘাতী দুর্ঘটনা বনগাঁ শহরে। ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক জন। বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁর ত্রিকোণ পার্কের সামনে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমন বসাক, আহত দেবব্রত চৌধুরী। দুজনেই বনগাঁর শিমুলতলার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে বারোটা নাগাদ ত্রিকোণ পার্কের কাছে বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। যার জেরে রাস্তায় ছিটকে পড়েন দুই আরোহী। সঙ্কটজনক অবস্থায় তাদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুজন বাইক আরোহী বনগাঁ টাউন হল মোড় থেকে বনগাঁ মতিগঞ্জ মোড়ের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত দুই বাইক আরোহীকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে সুমন বসাককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অপর যুবক দেবব্রত চৌধুরীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
সূত্রের খবর, দুই আরোহীর বয়স কম। তাদের মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনার পর ট্রাক সহ চালক ও খালাসীকে আটক করে।
প্রসঙ্গত, পরপর বনগাঁয় রাতে ও দিনে কয়েকটি পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। তারপর আরও একটি দুর্ঘটনার সাক্ষী থাকল রাতের বনগাঁ। যদিও বাইক আরোহীরা বনগাঁ শহরে মাঝেমধ্যেই বাইক বাহিনী হয়ে ওঠে। পুলিশের সামনেই নিয়ন্ত্রণ ছাড়া বাইক চালিয়ে চলেছে কিছু যুবক। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, রাতের বেলা একটু কড়া নজরদারি চালাতে এবং যে ট্রাকগুলি বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে তাদের একটি লাইন করে ছাড়া হয় এবং অনিয়ন্ত্রিত যে বাইকগুলি রাতের বেলা চলছে তাদেরকে ধরার ব্যবস্থা করতে।