পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুন: ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়লো বিপুল পরিমাণ গাঁজা।
আজ দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জ এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ওই গাড়িটিকে আটক করার পাশাপাশি গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করেছে। জানাগেছে, ঐ চালকের বাড়ি পার্শ্ববর্তী হুগলী জেলায়।