Reserve Bank, Gold, ধনতেরাসে লক্ষ্মী এলো ভারতে! লন্ডন থেকে ১০২টন সোনা দেশে ফেরাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

আমাদের ভারত, ৩০ অক্টোবর: সারাদেশজুড়ে যখন ধনতেরাস পালন চলছে, তখন ভারতের সোনা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইংল্যান্ড থেকে দেশে আনা হলো ১০২ টন সোনা। ১০২ টন মানে এক লাখ কেজির কাছাকাছি সোনা। এতদিন এই সোনা লন্ডনের ভল্টে রাখা ছিল সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে। কিন্তু এবার তা দেশে ফিরিয়ে আনা হলো। এবার থেকে এই সোনা দেশের কোনো সুরক্ষিত জায়গায় রাখা থাকবে।

আরবিআই রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের গচ্ছিত সোনার পরিমাণ ৮৫৫ টন। এর মধ্যে ভারতেই রয়েছে ৫১০.৫ টন সোনা। সুরক্ষার জন্য বিদেশের ভল্টে সোনা রাখে ভারত। দীর্ঘ সময় ধরে। কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যে রাজনৈতিক অস্থরতা বাড়ছে তাতে এখন দেশের সোনা দেশে থাকাই শ্রেয় বলে মনে করা হচ্ছে।

কয়েক বছর আগে থেকেই নরেন্দ্র মোদীর সরকার ইংল্যান্ডের ভল্ট থেকে দেশে সোনা নিয়ে আসার প্রক্রিয়া শুরু করতে বলে রিজার্ভ ব্যাঙ্ককে। সোনা নিয়ে আসার শুরুটা হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। তখন থেকে এখনো পর্যন্ত ২১৪ টন সোনা দেশে নিয়ে আসা হলো। গত মে মাসে ১০০ টন সোনা আনা হয়েছিল।

একটি জাতীয় স্তরের ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী বিশেষ বিমানে করে এই সোনা দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কোথায় এবং কিভাবে বিপুল সম্পদ সুরক্ষিত রাখা হবে তা জানা যায়নি। গত ৫ বছরে ভারত ২০৩.৯ মেট্রিক টন সোনা কিনেছে, তার মধ্যে কিছু মজুদ রয়েছে রিজার্ভ ব্যাঙ্কে কাছে। কিছু পরিমাণ সোনা বিদেশের ব্যাঙ্কেও রাখা হয়েছে। অন্য দেশের সোনা রাখার ক্ষেত্রে নির্ভরযোগ্য জায়গা ব্যাঙ্ক অফ ইংল্যান্ড। সেখানে কয়েকটি ভূগর্ভস্থ ভল্ট রয়েছে, ভারত সহ বিভিন্ন দেশের সোনা সেখানে ভাড়ার বিনিময় রাখা হয়। সোনা রাখার জন্য ইংল্যান্ডের ব্যাঙ্কে বিপুল অঙ্কের ভাড়া দিতে হয়। সেটাও এবার সরকারের বেঁচে যাবে। অন্যদিকে দেশের মাটিতে এই সোনা রাখার নিরাপত্তা নিয়ে এখন আর কোনো প্রশ্ন নেই বলেও মনে করে
আরবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *