আমাদের ভারত, ২৬ এপ্রিল: শুক্রবার মালদার সভায় যাওয়ার পথে অপেক্ষমানদের সমাবেশ দেখে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি ভিডিও যুক্ত করে লিখলেন, “সত্যিই উত্তেজনাপূর্ণ”।
তিনি লিখেছেন, “সত্যিই উত্তেজনাপূর্ণ! এটাই একমাত্র শব্দ যা মালদাজুড়ে পরিবেশ বর্ণনা করতে পারে। জ্বলন্ত তাপ আমাদের আশীর্বাদ করতে আসা সমর্থনের সমুদ্রকে আটকাতে পারেনি। আমি এই স্নেহের জন্য জনগণকে ধন্যবাদ জানাই এবং আশ্বস্ত করি যে আমরা সর্বদা তাদের কল্যাণে কাজ করব।”
এই বার্তার সঙ্গে যুক্ত ভিডিওতে দেখানো হয়েছে, চড়া রোদে প্রধানমন্ত্রী তাঁর ধীর গতিতে যাওয়া গাড়ি থেকে অর্ধেক শরীর বার করা অবস্থায় দাঁড়িয়ে। তাঁকে ঘিরে রেখেছেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। রাস্তার পাশে দাঁড়ানো জনতাকে হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছেন। বাঁশের ওপাশে অসংখ্য অনুগামী, অনেকের হাতে পতাকা।