আমাদের ভারত, ২৬ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় অশুভ শক্তিকে বিনাশ করার উদ্দেশ্য নিয়ে শ্রীরামচন্দ্রের বেশে আসেন একজন সাধারণ বিজেপি কার্যকর্তা।
চড়া রোদ্দুর ও গরম সত্বেও পুরাতন মালদার নিত্যানন্দপুরে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করেন হাজার হাজার বিজেপি কর্মীবৃন্দ।সেখানেই শ্রীরামচন্দ্র বেশী বিজেপি কার্যকর্তা প্রশ্নের উত্তরে বলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাক্ষুষ দেখতে মালদার সভায় এসেছেন। উনি জগৎগুরু। পারলে তাঁর সঙ্গে দেখা করবেন।