Sukanta, BJP, TMC, রাবণও সীতাকে হরণ করতে গেরুয়া বসন পরেছিল, তৃণমূলকে রাবণের সাথে তুলনা করে কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ১৭ এপ্রিল: রাজ্যজুড়ে আজ রামনবমী উপলক্ষে একাধিক মিছিল ও শোভাযাত্রার আয়োজন হয়েছে। বালুরঘাটে রামনবমীর মিছিলে হেঁটেছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তবে শুধু বালুরঘাটে নয়, গঙ্গারামপুর, ইটাহার, হরিরামপুরের মতো একাধিক জায়গায় রামনবমীর মিছিলে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, এটা হিন্দুদের উৎসব হলেও রাম সবার, আমি চাইব সব সম্প্রদায়ের লোক আসুক এই উৎসবে, কারণ রাম সবার, সকলের রামের আশীর্বাদ প্রয়োজন। একইসঙ্গে রামনবমীতে তৃণমূলের হঠাৎ অংশগ্রহণকে ভোটের স্টান্ট বলেই দাবি করেছেন তিনি।

সামনেই ভোট। নির্বাচনের প্রচার তাই তুঙ্গে। তার মধ্যে রামনবমী পড়ে যাওয়ায় বাড়তি অ্যাডভানটেজ পেয়েছে বিজেপি বলে মনে করছেন অনেকে। কারণ এই দিনটিকে তারা বিরাট জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জনসংযোগ করতে পারছেন। কিন্তু সুকান্ত মজুমদার এটা মানতে নারাজ। কারণ তাঁর মতে, ভোটের সঙ্গে রাম নবমীর কোনো যোগ নেই। সুকান্ত মজুমদার বলেন, “রামনবমীর সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক নেই। এবার কো ইনসিডেন্টালি হয়তো একসাথে পড়ে গেছে।” তাঁর কথায়, রামনবমী হিন্দুদের উৎসব, স্বাভাবিকভাবে হিন্দুরা সেখানে অংশগ্রহণ করবে। আমি তো চাইবো ভারতবর্ষের অন্যান্য সমাজের লোকেরাও এতে অংশগ্রহণ করুন। কারণ রাম সবার। রাম কোনো একটি সম্প্রদায়ের নয়। রামের আশীর্বাদ সকলের প্রয়োজন।”

অন্যান্য বছরে রামনবমীর শোভাযাত্রায় বিজেপি পা মেলালেও তৃণমূলকে সেভাবে রামনবমী পালন করতে দেখা যায়নি। কিন্তু এবার অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা-নেত্রীরাও রাম নবমীর শোভাযাত্রায় পা মেলাচ্ছেন। কেউ কেউ তো জয় শ্রীরাম ধ্বনিও তুলছেন। প্রসঙ্গত, ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেবকেই দেখা গেছে রামনবমীর মিছিলে পা মেলাতে, জয় শ্রীরাম ধ্বনি দিতে।

এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলের লোকেরা এসব করছে ভোটের জন্য। তিনি মনে করিয়ে দেন, রাবণও তো একবার গেরুয়া বসন পরেছিলেন। যখন মা সীতাকে হরণ করার প্রয়োজন পড়েছিল। সেই রকমই এদেরও মা সীতাকে হরণ করার জন্য গেরুয়া পরতে হচ্ছে।

তবে আজ শুধু বালুরঘাট নয়, ইটাহার, গঙ্গারামপুর সহ একাধিক এলকায় রামনবমীর মিছিলে এক্কেবারে নিজের মেজাজে দেখা গেছে সুকান্ত মজুমদারকে। গেরুয়া পতাকা কাঁধে সারা দিন উৎসবের মধ্যে দিয়েই জনসংযোগও সেরেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *