Pranath Tudu, BJP, TMC, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৭ এপ্রিল: ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে মারধরের অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রার্থী। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রোহিণী এলাকায়।

বুধবার সকালে সাঁকরাইল ব্লকে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী। রোহিণী থেকে প্রচার সেরে কাঠুয়াপোলে এক কর্মীর বাড়িতে আসছিলেন প্রণত। পথে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রণতের গাড়ি দেখা যেতেই উত্তাপ বৃদ্ধি পায়। দ্বিগুণ উদ্যমে বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকেন উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রণতের গাড়ি সেখানে দাঁড়িয়ে যায়। আর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। গাড়ি থেকে নেমে আসেন প্রণতের অনুগামীরা। দু’পক্ষ মুখোমুখি চলে আসায় উত্তেজনা ছড়াতে থাকে। একে অপরের বিরুদ্ধে হাতাহাতির অভিযোগ করেছে দু’দলই। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের প্রার্থীকে মারধর করে তাড়া করেছে। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।

বিজেপির কর্মী- সমর্থকদের নিয়ে প্রার্থী প্রণত অবস্থানে বসেন। তিনি বলেন, “রোগড়ায় এক কর্মীর বাড়িতে যাচ্ছিলাম খাওয়াদাওয়া সারতে। যাওয়ার পথে আমাদের পথেই আটকে দেয় তৃণমূলের কয়েক জন দুষ্কৃতী। আমাকে গাড়ি থেকে নামিয়ে কলার ধরে। মহিলা মোর্চার নেত্রীকে মারা হয়। আমরা যখন ছবি তুলতে যাচ্ছিলাম তখন ক্যামেরা কেড়ে নিয়েছে। পাথর মেরেছে। তৃণমূলের এত ভয় কেন? আমরা যাতে খেতে না পারি সে জন্য যে দোকানে ব্যবস্থা করা হয়েছিল, সেটিও জোর করে বন্ধ করে দিয়েছে।”

জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মুকে ফোন করা হলেও এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *