Agnimitra Pal, BJP, Dathan, দাঁতনে রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: বুধবার রামনবমী। আর রামনবমী উপলক্ষ্যে জেলার বিভিন্ন জায়গায় রামনবমীর সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা ওড়িশা সীমান্ত এলাকার দাঁতনেও আয়োজন করা হয়েছিল রামনবমীর মিছিল। সেই মিছিলে অংশ নেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন দাঁতন শ্যামলেশ্বর মন্দির থেকে শুরু হয় রামনবমীর সুসজ্জিত মিছিল।

বাসন্তী নবমীতে জেলার খড়্গপুর, মেদিনীপুর, বেলদা, দাঁতন সহ একাধিক জায়গায় রাম-হনুমানের পুজো ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। দাঁতনের শ্যামলেশ্বর মন্দির থেকে জাতীয় সড়ক হয়ে হুডখোলা গাড়িতে ঘুরলেন প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন বেশ কয়েকটি বাইকে যুবকরা গেরুয়া ধ্বজা হাতে সুসজ্জিত শোভাযাত্রা করে। রামনবমী উপলক্ষ্যে অনেকেই ব্রত রেখেছেন। রামনবমীর দিন একাধিক কর্মসূচির পাশাপাশি সারাদিন নিরামিষ খাবার খেয়েই থাকেছেন অগ্নিমিত্রা পাল।

যেহেতু এদিন রামের পুজো, তাই এই রীতিই মানছেন তিনি। তপ্ত গরমেও সারাদিন একাধিক কর্মসূচিতে অংশ নেন প্রার্থী। মেদিনীপুরে গিয়ে শহরের কেরানীতলায় হিন্দু যুব বাহিনী কার্যকর্তা আশীর্বাদ ভৌমিকের রামনবমীর পুজোয় করলেন হোমযজ্ঞ এবং আরতি। এদিন সকালে তিনি খড়্গপুরে একটি স্থানীয় মন্দিরে পুজো দিয়ে চা চক্রে যোগ দেন। এরপর তিনি বেলা সাড়ে দশটা নাগাদ আসেন দাঁতনে। শ্যামলেশ্বর মন্দির সংলগ্ন হনুমানের মূর্তিতে মালা দিয়ে, নারকেল ফাটিয়ে তিনি সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নেন।

এরপর দুপুরে মেদিনীপুরে কোতোয়ালী থানা ঘেরাও কর্মসূচি এবং সন্ধ্যায় ফের খড়্গপুর শহরের প্রায়
১০-১২টি রামনবমীর আখড়ায় যোগ দেন। তবে স্বাভাবিকভাবে রামনবমী উপলক্ষ্যে একাধিক কর্মসূচি ছিল প্রার্থী অগ্নিমিত্রা পালের। স্বাভাবিকভাবেই রামনবমীর দিন বিরতি নেই তাঁর। বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ধর্মীয় নানান উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে অনন্য জনসংযোগ বিজেপি সাংসদ পদপ্রার্থী অগ্নিমিত্রা পালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *