সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ জানুয়ারি: বাংলাদেশে পাচারের আগে পুলিশের জালে ধরা পড়লো প্রায় ৪০০টি বিরল প্রজাতির কচ্ছপ। গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। গাইঘাটা থানার পুলিশের বিশেষ অভিযানে এই কচ্ছপগুলি ধরা পড়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিও। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম, প্রদীপ হালদার, নিমতা থানার ও বরানগর থানার বাসিন্দা কুনাল সাহা।
পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে গাইঘাটা থানার কুলপুকুর এলাকায় নাকা চেকিং- এর সময় সন্দেহজনক একটি গাড়িকে আটকায় পুলিশ। আর সেই গাড়ির ভিতরে তল্লাশি চালাতেই দেখা যায়, ভেতরে প্রায় ১৯টি বাক্সের মধ্যে বেশ কিছু কচ্ছপ রয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতর থেকে ৩৯৬টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা নিমতা থানার বাসিন্দা প্রদীপ হালদার ও বরানগর থানার বাসিন্দা কুনাল সাহা।
সূত্রের খবর, উদ্ধার হওয়া কচ্ছপগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বনগাঁ সীমান্তে আনা হচ্ছিল। শনিবার ধৃতদের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি, উদ্ধার হওয়া বিরল প্রজাতির কচ্ছপগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।