voter card, Ashoknagar, অশোকনগরে বেআইনি ভোটার কার্ড তৈরির অভিযোগ, ধৃত ১ ব্যক্তি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ জানুয়ারি: বেআইনি ভাবে ভোটার কার্ড তৈরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার কচুয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সৌমেন রায়। সে কচুয়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, ওই যুবক দীর্ঘ দিন ধরে বাড়িতে বসেই জাল ভোটার কার্ড তৈরি করত। সেই কার্ড রাজ্য সহ রাজ্যের বাইরেও মোটা টাকার বিনিময়ে বিক্রি করত। পুলিশের অনুমান, ভারতীয় ভোটার কার্ড তৈরি ও বিক্রির একটি চক্রের পান্ডা সৌমেন। বাংলাদেশিদের কাছেও সে ভারতীয় ভোটার কার্ড বিক্রি করত বলে পুলিশের দাবি। অশোক নগর থানার ওসি চিন্তামণি নস্করবাবুর কথায়, “ভারতীয় ভোটার কার্ড পেতে অন্য পরিচয়পত্রও থাকা প্রয়োজন। সে সব বিভিন্ন স্তরে খতিয়ে দেখা হয়। কিন্তু সৌমেন সব কিছুর ব্যবস্থা করে দিত।”

এছাড়া স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে ঢোকার আগেই কার্ড তৈরি করে তাদের পৌছে দিতেন সৌমেন। পুলিশ সূত্রের খবর, গত সোমবার অনুপ্রবেশের অভিযোগে হাবড়া থেকে মহম্মদ মতিউর রহমান, ওরফে মতিন সরকার, ওরফে মহম্মদ মতিন আলি নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের থেকে পুলিশ উদ্ধার করেছিল ভারতীয় ভোটার কার্ড।

পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে তারা সৌমেনের নাম জানতে পারে। তদন্তকারীদের দাবি, সৌমেন মাথাপিছু কার্ডের জন্য পাঁচ হাজার টাকা বা তার বেশি নিত। এলাকাবাসীর দাবি, সৌমেনের কাছে আসতেন বাংলাদেশিরা এর একটা বিরাট দালাল চক্র আছে বলে অনুমান। ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *