Run, Bankura, বাঁকুড়ায় পাঁচ কিমি সম্প্রীতি দৌড়, অংশ নিলেন পুলিশ সুপার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ জানুয়ারি: জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত পাঁচ কিমি সম্প্রীতি দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন পুলিশ সুপার। দৌড়ে অংশ নিয়ে তিনি দৌড় শেষ করেন। এই প্রতিযোগিতা বাঁকুড়ার তামলিবাঁধ থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে মাচানতলায় শেষ হয়। দৌড়ের সূচনা করেন জেলা আরক্ষাধ্যক্ষ বৈভব তিওয়ারি। প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য তিনি দৌড়ে অংশ নেন ও দৌড় শেষ করেন। সাথে ছিলেন এডি এসপি সিদ্ধার্থ দর্জি।

পুরুষ বিভাগে ১ম হয় প্রশান্ত দাস, ২য় সুন্দর বাউরও ৩য় বিষ্ণু সরেন। মহিলা বিভাগে ১ম মহুয়া ঘোষ, ২য় রানী কর্মকার, ৩য় বর্ণালী সরেন। সফল প্রতিযোগীদের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। তুলে দেন এস পি, এডি এস পি, আই সি সুজয় তুর্গা, কাউন্সিলর আজিজুল রহমান, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস, সাধারণ সম্পাদক অতনু দে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাথলেটিক্স সম্পাদক অমরেশ গায়েন ও সভাপতি গৌতম কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *