আমাদের ভারত, নদিয়া, ২৬ ডিসেম্বর: চিকিৎসার খরচ ১৬ কোটি টাকা। শিশুকে স্বাভাবিক ছন্দে ফেরাতে ডাক্তার দিয়েছেন এরকমই মত। একটি ইনজেকশনই ফেরাতে পারে রানাঘাটের অস্মিকা দাসের স্বাভাবিক জীবন। এবার রানাঘাটের অস্মিকা দাসের পাশে দাঁড়ালো রানাঘাট বিবেক উৎসব কমিটি। আগামী চৌঠা জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে রানাঘাট বিবেক উৎসব। সেখানেই উপস্থিত হবেন একের পর এক বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। তার মধ্যে ৪ জানুয়ারি বিবেক উৎসবের মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি। এদিনের অনুষ্ঠানের টিকিটের যত টাকা উঠবে তা তুলে দেওয়া হবে স্পইনাল মাসকিউলার আট্রফি আক্রান্ত ছোট্ট অস্মিকার পরিবারের হাতে।
এবিষয়ে স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী জানান, শুধু রানাঘাট বিবেক উৎসবে এসে সহযোগিতার হাত বাড়ালেই হবে না। রানাঘাটের পার্শ্ববর্তী তথা বাংলার মানুষ যদি এগিয়ে আসেন তাহলে অস্মিকার জীবন বাঁচাতে পারবো।
অপরদিকে বিবেক উৎসবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ছোট্ট অস্মিকার পরিবার। তারাও চাইছেন আরো মানুষ যেন অস্মিকার চিকিৎসার জন্য সহযোগিতা করে।