Carnival, Jalpaiguri, জলপাইগুড়ি শহরের সব গির্জাকে নিয়ে হলো কার্নিভাল

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বর: দুর্গা পুজোর কার্নিভালের ধাঁচে এ বছর বড়দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের সব গির্জাকে সঙ্গে নিয়ে কার্নিভাল হল বৃহস্পতিবার। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সব গির্জার প্রতিনিধিরা একজোট হয়ে শহরের রাস্তায় হাঁটলেন। সামিল হয়েছিলেন জেলাশাসক সামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী, পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল, উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। শহর ও শহরতলীর জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপ্টিস্ট চার্চ, চার্চ অফ গড, সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চ, ক্রাইস্ট দ্য রিডিমার ক্যাথিড্রাল সহ আরও কয়েকটি গীর্জার প্রতিনিধিরা কার্নিভালে সামিল হয়েছিলেন।

শহরের কচিকাঁচাদের আনন্দ দিতে অনেকেই সাস্তা ক্লজ সেজেছিল কার্নিভালে। কদমতলা থেকে কার্নিভালের শোভা যাত্রা শুরু হয়ে ডিবিসি রোড, থানা মোড়, বড় পোস্ট অফিস মোড় হয়ে পুলিশ অফিসের পাশের গির্জায় সমাপ্ত হয়। সেখানে বড়দিনকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবছর সব গির্জাকে রাজ্য সরকারের নির্দেশে টুরিজম দফতরের উদ্যোগে আর্থিক সাহায্য করা হয়েছে বলে জানালেন জেলাশাসক সামা পারভিন। তিনি বলেন, “আলোকসজ্জার জন্য আর্থিক সাহায্য করা হয়েছে। সব চার্চকে নিয়ে কার্নিভাল করা হলো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *