আমাদের ভারত, নদিয়া, ২৬ ডিসেম্বর: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান রানাঘাট পুলিশ জেলার। এক সাথে ১৫ জনকে গ্রেফতার পুলিশের। যার মধ্যে ১০ জন বাংলাদেশি এবং বাকি ৫ জন ভারতীয় মানব পাচারকারী। গত বেশ কয়েকদিন ধরেই নদিয়ার ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া নজর রেখেছে সীমান্তবর্তী এলাকার রানাঘাট পুলিশ জেলার আধিকারিকরা। সেই মতো বিভিন্ন সময় সুত্র মারফত খবর পেয়েই রানাঘাট পুলিশ জেলার ধানতলা, হাঁসখালি সহ একাধিক জায়গায় হানা দিয়ে বারবার গ্রেফতার করেছে অবৈধ্যভাবে এদেশে আসা বাংলাদেশি অনুপ্রবেশকারি সহ ভারতীয় দালালদের। গতকাল ফের সেই রকমই দুটি অভিযান চালায় হাঁসখালি এবং ধানতলা থানার পুলিশ।
জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে গতকাল ধানতলা এবং হাসখালি থানা এলাকায় হানা দেয় পুলিশ। এরপর দুই থানার যৌথ উদ্যোগে ১০ বাংলাদেশি সহ ৫ ভারতীয় দালালকে গ্রেফতার করে পুলিশ। তাদের আজ রানাঘাট আদালতে তোলা হয়।