আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ এপ্রিল:রামনবমীর শোভাযাত্রায় হামলা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরা শহরে। অভিযোগ, বুধবার রাতে শোভাযাত্রার ওপর ইট ও পাথর নিয়ে চড়াও হয় প্রায় দু’শোরও বেশি দুষ্কৃতী। ইট বৃষ্টির জেরে বিজেপির একাধিক কর্মী গুরুতর জখম হয়। এরই প্রতিবাদে কলেজ মোড়ে অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। পাল্টা অবরোধ তুলে বিজেপি কর্মীদের ওপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। সেই সঙ্গে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতারও করে। ঘটনার খবর পেয়ে রাতেই এগরা থানায় আসেন মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কিন্তু তাঁকেও থানায় ঢুকতে দেওয়া হয়নি। এরই প্রতিবাদে রাতভর থানার সামনে বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার সকালেও সেই বিক্ষোভ অব্যাহত থাকে।
বিজেপি সূত্রে খবর, বুধবার সন্ধ্যে প্রায় ৭টা নাগাদ এগরা শহরে ঘুরছিল রামনবমীর শোভাযাত্রা। মিছিলটি যখন এগরা কলেজ মোড়ে পৌছায় ঠিক সেই সময়ই প্রায় দু’শোরও বেশি দুষ্কৃতী এই মিছিলকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি শুরু করে। ইটের ঘায়ে ৪ জন বিজেপি কর্মী গুরুতর জখম হন। সেই সঙ্গে ইটের ঘায়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মারেও আগুন ধরে যায়। দুই পক্ষের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এরপর এই হামলার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা কর্মীরা। সেই বিক্ষোভ তুলতে গিয়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। সেই সঙ্গে বিজেপির ৪ কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
রাতেই ঘটনার খবর পেয়ে এগরায় ছুটে আসেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ৪ বিজেপি কর্মীর মুক্তির দাবিতে তিনি থানায় ঢুকতে গেলে গেট বন্ধ করে তাকে যেতে বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে দীর্ঘ বাক বিতন্ডায় জড়ান অগ্নিমিত্রাদেবী। সেই সঙ্গে ঘটনার প্রতিবাদে অগ্নিমিত্রা পাল রাতভর থানার সামনে বিক্ষোভ দেখান। পরে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা এগরার ত্রিকোণ পার্কে বেলদা- কাঁথি রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই বিক্ষোভ গড়ায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত। শেষ পর্যন্ত পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ তুলে নেন অগ্নিমিত্রাদেবী। তবে বিজেপির ধৃত কর্মীদের না ছাড়া পর্যন্ত তিনি এগরা থানা চত্বর পরিত্যাগ করবেন না বলেই জানিয়ে দেন। এখনও পর্যন্ত অগ্নিমিত্রা পাল থানার সামনে রয়েছেন।
অগ্নিমিত্রা পালের অভিযোগ, “রামনবমীর মিছিলে যারা হামলা চালালো তাঁলদের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। পরিবর্তে যারা হামলার শিকার হয়েছেন তাদেরই আটক করে থানায় নিয়ে গিয়েছে। আমি রাতেই থানায় এসে পুলিশের সঙ্গে কথা বলতে গেলেও সারারাত থানার গেট বন্ধ রেখে আমাকে ভেতরে যেতে দেওয়া হয়নি। রামনবমীর মিছিলে ইট বৃষ্টির ঘটনায় ৪ জন গুরুতর জখম হয়েছেন। তাদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সকালে তাদের কলকাতায় পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আমাদের আন্দোলন চলবে। সেই সঙ্গে আটক বিজেপি কর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতেও থানার সামনে বিক্ষোভ অব্যাহত থাকছে”।