পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১৮ এপ্রিল: বুধবার বিকেলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে যায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সেই সময় থানায় কর্তব্যরত এসআই অভিযোগ নিতে অস্বীকার করায় থানার ডিউটি অফিসারকে আঙ্গুল উঁচিয়ে হুমকি দেন অগ্নিমিত্রাদেবী।
ইতিমধ্যেই এই ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ থানায় ডিউটি অফিসারের সাথে দুর্ব্যবহার, থানার গেটে তালা লাগানো-সহ জামিন অযোগ্য ধারায় কোতোয়ালি থানায় স্বতপ্রণোদিত মামলা করলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ ১৬ জন নেতা ও অন্যান্য কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
ভারতীয় দন্ডবিধির ৩৪২, ৩৫৩, ১৮৬, ৫০৬, ১২০বি ধারায় মামলা দায়ের হয়েছে কোতোয়ালি থানায়। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, ইতিমধ্যে নির্বাচন কমিশনে এই ঘটনার বিষয় জানানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।