আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৮ এপ্রিল:
আচমকাই আগুন লাগাল ক্যানিংয়ের তিনটি বাড়িতে। গোলাম মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ। সেই আগুনই আশপাশের আরও দুটি বাড়িতে ছড়ায়। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছোয়। দমকলের একটি ইঞ্জিনের প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে সঠিক কী কারণে আগুন লেগেছে বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ ও দমকল। ঘটনায় দু’জন জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। যদিও গোলাম মোল্লা ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, বাইরে থেকে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।