সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ এপ্রিল: অবশেষে শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হলো রামনবমীর শোভাযাত্রা। শোভাযাত্রা ঘিরে গত কয়েকদিন ধরেই শহরজুড়ে উত্তেজনা বাড়ছিল। তবে আজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো শোভাযাত্রা।
এক দশকের অধিককাল ধরে সাড়ম্বরে রামনবমী উৎসব পালিত হচ্ছে বাঁকুড়ায়। ঐদিন বিশেষ পূজাপাঠ ছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে সমস্ত হিন্দুদের একত্রিত করে শ্রীরাম নবমী মহোৎসব সমিতি গঠন করে উৎসব পালিত হয়। এই উপলক্ষে নতুনচটি পাঁচবাগা থেকে
বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। শোভাযাত্রাকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে মানুষের ঢল নামে। তিন বছর আগে শোভাযাত্রার গতিপথ পাল্টে দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ঝামেলা বাধে। যা পরে ব্যাপক আকার নেয়। তারপর থেকে সোজা রাস্তার পরিবর্তে ঘুরপথে শোভাযাত্রা পরিক্রমা করে।
এবছরও উদ্যোক্তারা সোজাপথে যাওয়ার আবেদন করলেও তা পুলিশ প্রশাসন মানতে নারাজ। ফলে আদালতের দ্বারস্থ হয় উদ্যোক্তারা। আদালত পুলিশ প্রশাসনের নির্দেশিত পথেই শোভাযাত্রা নিয়ে যাওয়ার রায় দেন। উদ্যোক্তারা পুলিশ প্রশাসনের নির্দেশিত পথেই শোভাযাত্রা বের করে, কিন্তু এনিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চড়তে থাকে। আজ সকালে ব্যাপক পুলিশি নিরাপত্তায় শোভাযাত্রা বের হয়। প্রায় দশ হাজার মানুষ অংশ নেন। তার মধ্যে বেশিরভাগই যুবক।মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
শোভাযাত্রায় ভারত মাতার সুসজ্জিত মৃন্ময়ী মূর্তি, অখন্ড ভারতের মানচিত্র সহ ট্যাবলো, সমবেত নৃত্য, লাঠি খেলা ছিল মুখ্য আকর্ষণ।প্রচন্ড দাবদাহ উপেক্ষা করেই শোভাযাত্রা লালবাজার মোড়ে সমাপ্ত হয়। এদিনের শোভাযাত্রায় প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, বিধায়ক নিলাদ্রী দানা মিছিলে অংশ নেন।মিছিল শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় শ্রীরাম নবমী মহোৎসব সমিতির সম্পাদক রাম অবতার ফোকলা সকলকে অভিনন্দন জানিয়েছেন।