Ramnavami, Jalpaiguri, রামনবমীর শোভাযাত্রায় জলপাইগুড়িতে মানুষের ঢল

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ এপ্রিল: রামনবমীর শোভাযাত্রায় জলপাইগুড়ি শহরে হাজার হাজার মানুষের ঢল। শোভাযাত্রায় বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়ের পাশাপাশি জেলার বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন৷ আরএসএস প্রভাবিত রামনবমী উদযাপন কমিটির তরফে জলপাইগুড়ি শহরে রামনবমী শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।

জেলার সব প্রাক্ত থেকে রামভক্তরা শোভাযাত্রায় সামিল হয়েছিলেন৷ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডিজে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বক্স, ব্যান্ডপার্টির তালে শোভাযাত্রার আনন্দে উৎসবের মধ্য দিয়ে রামনবমীতে অংশগ্রহণ করেন সবাই। শহরের মিলন সংঙ্ঘ ময়দান থেকে শুরু হয়ে শোভাযাত্রা বেগুনটারি, দিনবাজার, মার্চেন্ট রোড, কদমতলা, উকিল পাড়া হয়ে মিলন সংঙ্ঘ ময়দানে শেষ হয়। সেখানে রামের পুজোর পাশাপাশি শোভাযাত্রায় অংশগ্রহণকারী রামের ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল। অপ্রীতিকর ঘটনা রুখতে জেলা পুলিশের তরফে পর্যাপ্ত পুলিশ অফিসার ও পুলিশ কর্মী ছিলেন। সাদা পোশাকে পুলিশের নজরদারি চলে। হিন্দুদের একত্রিত করতে এই ধরণের উদ্যোগ বলে জানালেন জলপাইগুড়ি সদর নগর রামনবমী উৎসব কমিটি সম্পাদক প্রদীপ চন্দ।

শোভাযাত্রা থেকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, “রাজ্যে রাবনের শাসন চলছে। অপশাসন থেকে রাজ্যকে মুক্ত করে রামরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে আজ রাজপথে রামভক্ত মানুষ রামনবমী পালন করতে নেমেছে। কিছুদিন আগেও এই রাজ্যে রামনাম করলে গ্রেফতার করা হতো। এবার দেখা যাচ্ছে তারাও রামনবমীর শোভাযাত্রায় অংশ নিচ্ছে।এটা একদিকে ভালো লক্ষণ। আজ জলপাইগুড়ির শোভাযাত্রায় হাজার হাজার রামভক্তের ঢল নেমেছে। শহরে সাময়িক স্তব্ধ যান চলাচল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *