আমাদের ভারত, ২৭ ফেব্রুয়ারি: গোধরায় ৫৯ জন নিরপরাধের হত্যার ২১ বছর পূর্তিতে “হিন্দুর গায়ে হাত তুললে ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে,” বলে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। রাতে সামাজিক মাধ্যমে এ নিয়ে পোষ্ট করেন তিনি।
তথাগতবাবু লিখেছেন, “আজ গুজরাটের গোধরা স্টেশনে ঘাঞ্চি মুসলিম সম্প্রদায়ের লোক দ্বারা ৫৯ জন নিরপরাধ অযোধ্যা-ফেরত করসেবককে (নারী ও শিশু সমেত) জ্যান্ত পুড়িয়ে মারার ২১ বছর হল। ভারত ভূমিতে সাম্প্রদায়িক নৃশংসতার ঘটনা এই প্রথম নয়, যেটা প্রথম তা হল এর প্রতিক্রিয়া। এর আগে সাধারণ চিত্রটা ছিল এইরকম: প্রথমে আক্রমণ হবে, চলবে দু’এক দিন। তারপর শান্তি কমিটি হবে, শান্তি মিছিল হবে, ‘ভাইচারা’ হবে। যেটা হবে না সেটা হল আক্রমণকারীদের শাস্তি। ইতিমধ্যে আক্রমণকারীরা তো নিজেদের হাতের সুখ করে নিয়েছে।
এবার তা হয়নি। প্রচন্ড এবং ভয়াবহ প্রতিক্রিয়া হল। সঙ্গে সঙ্গে যারা এই হত্যাকান্ড পরিকল্পনা করেছিল এবং এরকম প্রতিক্রিয়া প্রত্যাশা করেনি তারা চিল-চিৎকারে ফেটে পড়ল। তারা মাথার চুল ছিঁড়তে লাগল, রাস্তার মোড়ে মোড়ে অন্তর্বাস পরে নাচতে লাগল। যেন দেশে এর আগে সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, দিল্লি, ভাগলপুর মোরাদাবাদ হয়নি।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষিপ্র হাতে দাঙ্গা দমনের ব্যবস্থা করছেন (যতই বিতর্ক হোক)। সেই সঙ্গে কিন্তু একটি উক্তি করলেন, যা তাঁর নিজের নয়, অনেক শতাব্দী আগে লেখা নিউটনের তৃতীয় গতিসূত্র To every action there is equal and opposite reaction, ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হবেই। ভারতের পরিপ্রেক্ষিতে এটি কত বড় উক্তি তা বুঝতে আমাদের সময় লাগবে। এই এক উক্তিতে মোহনদাস গান্ধীর একতরফা প্রেম বিতরণের তত্ত্ব ধূলিসাৎ হয়ে গেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুরা পিটুনি খাবার জন্য জন্মায়নি, হিন্দুর গায়ে হাত তুললে ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে।”